Top 5 Careers in Fashion Design [Kolkata]

careers in fashion design kolkata dreamzone ultadanga

ফ্যাশন ডিজাইন (Fashion Design) শিখতে চাইছেন ? কিন্তু তার আগে জানতে চান ফ্যাশন ডিজাইন শেখার পরে কি ক্যারিয়ার (Careers in Fashion Design) হতে পারে ? আসুন দেখেনি ফ্যাশন ডিজাইন শেখার পরে কত রকম ক্যারিয়ার এর সুবিধে আছে |

ফ্যাশন জগৎটা বিশাল বড় – সেখানে লুকিয়ে আছে বিভিন্ন ক্যারিয়ার , বিভিন্ন কাজের সুযোগ এবং অর্জন করার বিভিন্ন উপায়ে | ফ্যাশন মানেই শুধু মডেলের পোষাক নয়, আছে বুটিক-এর কাজ, আছে দৈনন্দিন পোষাকের কাজ, আছে ফ্যাব্রিক-এর কাজ, ফ্যাশন ম্যাগাজিনে ফ্যাশন ফোটোগ্রাফির কাজ, এবং আরও অনেক কিছু |

টেক্সটাইল, গার্মেন্টস, ফ্যাশন ডিজাইনিং বিষয়ে শিক্ষার্থীদের রয়েছে চাকরির বিশাল বাজার। দেশি-বিদেশি টেক্সটাইল মিল, বিভিন্ন ট্রেডিং অফিস, বুটিক হাউজ, গার্মেন্টস শিল্প ও ইন্ডাস্ট্রিতে উৎপাদন কার্যক্রমের সাথে সরাসরি চাকরির সুযোগ ।

ফ্যাশন ডিজাইন শেখার পর শীর্ষ ৫টি ক্যারিয়ার / Top 5 Careers in Fashion Design:

১) ফ্যাশন ডিজাইনার :

ফ্যাশন ডিজাইন শেখার পর হতে পারবেনcareers in fashion design in kolkata ফ্যাশন ডিজাইনার | নিজের ব্র্যান্ড বা নিজের নামে শুরু করতে পারেন কাজ | অথবা কাজ করতে পারেন কোন বড় ডিজাইনারের সাথে যেখানে পাবেন কাজের অভিজ্ঞতা আর ফ্যাশন জগতের এক্সপোজার | প্রচুর শেখার সুযোগ থাকে এখানে – জানতে পারবেন আধুনিক অনেক প্রযুক্তি, আধুনিক ডিজাইনের ধারণা |

২) ফ্যাশন স্টাইলিস্ট :

ফ্যাশন স্টাইলিস্ট-এর ডিমান্ড ক্রমাগত বেড়েই চলেছে – চাকরি করতে পারবেন যে কোন ব্র্যান্ড, কোম্পানি বা জনপ্রিয় ব্যাক্তির জন্য | আপনাকে জানতে হবে নতুন ফ্যাশন ট্রেন্ড কি চলছে, কাকে কোন পোষাকে ভালো লাগবে, কোথায় কোন পোষাক পরা যাবে, ম্যাগাজিন বা খবরের কাগজে ছাপলে কি রকম স্টাইল মানানসই হবে ইত্যাদি |

APPLY NOW FOR FASHION COURSE

 

৩) টেক্সটাইল এক্সপার্ট :

টেক্সটাইল এক্সপার্টদের কাজ শুরু হয় উপকরণ থেকে সুতো এবংtextile design course in kolkata সুতো থেকে ফ্যাব্রিক বানানোর সময়ে – সেখানে ফ্যাব্রিক-এর কোয়ালিটি, রং, ব্যবহার-যোগ্যতা, সুতোর ধরণ সব কিছুর দক্ষতা থাকতে হবে | আরও থাকে ফ্যাব্রিক-এর উপর কাজ – যেমন বাটিক, টাই ও ডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট, হ্যান্ড পেইন্টিং, রবার পেইন্টিং ইত্যাদি | কাজ খুব মজাদার যদি ফ্যাব্রিক ভালো বাসেন |

৪) প্রোডাকশন হাউস :

দেশ বিদেশের প্রচুর কাজ হয় কলকাতা এবং আশেপাশের এলাকাতে | সেখানে পোষাক ডিজাইন থেকে শুরু করে প্যাকেজিং অবধি কাজ থাকে | এখানে মূল কাজ থাকে নমুনা তৈরী করা, প্যাটার্ন মাস্টার দিয়ে কাজের নমুনা চূড়ান্ত করা, বিভিন্ন রং ও মাপ অনুযায়ী নমুনা সেলাই করিয়ে তা তৈরির জন্য প্রস্তুত করা |

৫) নিজের বুটিক :

যদি নিজের কিছু করার ইচ্ছে থাকে তাহলে ফ্যাশন ডিজাইনারদের এক লাভদায়ক দিক হলো নিজের বুটিক শুরু করা | বাড়ি থেকে অথবা শোরুম নিয়ে শুরু করতে পারেন নিজের বুটিক | লেহেঙ্গা, ব্লাউজ , শাড়ি, টপ, স্কার্টস ইত্যাদির আধুনিক ডিজাইন সম্মন্ধে জানতে হবে | চোখ ধাঁধানো ডিজাইন থাকলেই রম-রমিয়ে চলবে আপনার বুটিক |

 

ফ্যাশন ডিজাইন ক্যারিয়ার (Careers in Fashion Design) সম্নন্ধে আরো বিশদ জানতে হলে যোগাযোগ করুন ড্রিমজোন স্কুল (Dreamzone School, Ultadanga) এর সাথে | ড্রিমজোন NSDC (ভারত সরকারের অধীনে) অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র | প্রশিক্ষণের পরে ছাত্র ছাত্রী দের দেওয়া হয় NSDC সার্টিফিকেট |

কলকাতা, সল্টলেক বা নিকটবর্তী এলাকার বুটিক / ফ্যাশন ডিজাইনিং কোর্সের জন্য, অথবা বুটিক / ফ্যাশন ডিজাইন কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য 7044439663 এ আমাদের কাউন্সেলরের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এই পেজ-এ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন ।

 

APPLY NOW FOR FASHION COURSE

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *