কলকাতায় সেরা ৩টি ফ্যাশন ডিজাইন কোর্স

fashion design kolkata boutique course

জানতে চাইছেন কলকাতার কোন ফ্যাশন ডিজাইন (Fashion Design) কোর্স সেরা? যদি আপনি ক্রিয়েটিভ হন এবং আধুনিক ও নতুন ফ্যাশন ভালবাসেন, তাহলে এই কোর্স আপনার জন্য | ক্লাস ১০, ক্লাস ১২ অথবা গ্রাডুয়েশন এর সাথে সাথে এই কোর্স করতে পারবেন | এই কোর্স করে আপনি ফ্যাশন কোম্পানিতে চাকরি করতে পারবেন , নিজের বুটিক খুলতে পারবেন বা বাড়ি থেকে নিজের ব্যবসা শুরু করতে পারবেন |

কি শিখবেন ? ফ্যাশন ডিজাইন কোর্স এ শিখবেন মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক ও বাচ্ছাদের পোশাক | থাকবে ইন্ডিয়ান স্টাইল ও ওয়েস্টার্ন স্টাইল | যেমন কুর্তি, লেহেঙ্গা, সালোয়ার কামিজ, ব্লাউজ, চুড়িদার, স্কার্টস , জিন্স, টপ, ফ্রক ইত্যাদি |

কলকাতার সেরা ৩টি ফ্যাশন ডিজাইন কোর্স :

  1. ফ্যাশন ডিজাইন – মাস্টার ডিপ্লোমা (Master Diploma in Fashion Design):

    fashion design course in kolkata

    ফ্যাশন-এর সব থেকে জনপ্রিয় কোর্স হল মাস্টার ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন | এই কোর্স এ শিখবেন পোশাক এর বিভিন্ন কাজ – তার ডিজাইন কি করে তৈরী হবে, কোন কাপড় কোন পোশাক এ মানানসই হবে এবং পোশাক স্টাইলিশ কি ভাবে করে তুলবেন | এই কোর্স এ আপনি আপনার ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতার সাথে সাথে আধুনিক টেকনোলজি ব্যবহার করা শিখবেন | জানবেন নতুন ডিজাইন কি ভাবে বানানো হয় |

    শুরু করবেন পেন্সিল-এ আঁকা ও রং থেকে কি ভাবে আধুনিক পোশাক – আশাক ডিজাইন হয় | এই কোর্স শিখবেন ইমপ্রিন্ট, প্যাটার্ন, টেক্সচার, সিলুয়েট এবং গার্মেন্টস নির্মাণ সম্পর্কে | থাকবে প্যাটার্ন , কাটিং, মডেলিং, ডিজাইনের স্ট্রাকচারাল পদ্ধতি এবং নকশা বানানোর বিস্তারিত তথ্য | অবশ্যই থাকবে ফটোগ্রাফিক স্টাইলিং সহ উদ্ভাবনী ডিজাইন এবং নকশার জন্য গ্রাফিক্স এবং কম্পিউটার সফ্টওয়্যার ব্যবহার করে পোর্টফোলিও তৈরির কাজ | আরও শিখবেন কাপড়ের মান নির্মাণ কি করে হয় ও কোন কাপড় কোন ডিজাইন-এর জন্য উপযুক্ত |

    মাস্টার ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন আপনকে ফ্যাশন ক্যারিয়ার-এর জগৎ-এ দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করবে |

    APPLY NOW

     

  2. ফ্যাশন ডিজাইন – প্রফেশনাল (Professional in Fashion Design):

    dreamzone ultadanga

    আরেকটি জনপ্রিয় কোর্স হল ফ্যাশন ডিজাইনের প্রফেশনাল কোর্স| এই কোর্স তাদের জন্য যারা নিজের বুটিক করতে চাইছেন অথবা নিজের বাড়ি থেকে ব্যবসা করতে চাইছেন | জানতে পারবেন কি করে কম টাকা দিয়ে একটি অনন্য বুটিক শুরু করা যায় |

    এই কোর্সের মুলে আছে নতুন যুগের ক্রেতাদের ডিমান্ড বুঝে নতুন ডিজাইন তৈরির করার কৌশল | ইন্ডাস্ট্রিতে চাই খুব প্রাকটিক্যাল এবং উদ্ভাবনী চিন্তা | যদি আপনার ফ্যাশন ভালো লাগে ও নতুন ফ্যাশন-এর বিষয়ে জানতে ইচ্ছে করে তাহলে এই কোর্স-এ আপনি স্বাভাবিক ভাবেই সফল হবেন |

    এই কোর্সে শিখবেন ডিজাইন স্কেচিং, প্যাটার্ন , গার্মেন্টস নির্মাণ, ড্রেপিং এবং সূচিকর্মের (এমব্রয়ডারি) মত সমস্ত প্রধান ফ্যাশন ডিজাইন কাজ । থাকবে সারফেস ডিজাইন, বাটিক, টাই এন ডাই, বাঁধনি, ফ্যাব্রিক পেইন্টিং এবং আরও অনেক কিছু। ফ্যাশন ডিজাইনের বিভিন্ন দিক সম্পর্কে দ্রুত জ্ঞানের জন্য আগ্রহী শিক্ষার্থীদের এই কোর্সটি উপকারী।

    কোর্সের সাথে থাকবে বিশিষ্ট অতিথিদের লেকচার, সময়-সময়ে পরিচালিত ফ্যাশন এবং শিল্প সেমিনারে কর্মশালাগুলি – যা আপনাকে ফ্যাশন শিল্পের মূল্যবান তথ্য দেবে। যদি আপনি শুরু করতে চান আপনার ফ্যাশন ক্যারিয়ার তাহলে খোঁজ নিন এই কোর্সের বিষয়ে |

    APPLY NOW

  3. ফ্যাশন ডিজাইন – সার্টিফিকেট কোর্স (Certificate Course in Fashion Design):

    fashion design course in kolkata ফ্যাশন ডিজাইন

    ফ্যাশন ডিজাইন এর আরেকটি গুরুত্বপূর্ণ কোর্সে হলো সার্টিফিকেট কোর্সে ইন ফ্যাশন ডিসাইন | এটা সল্প মেয়াদের কোর্স যা আপনাকে ফ্যাশন এর বিভন্ন আধুনিক আইডিয়া এবং সৃজনশীলতা বাড়াতে সাহায্য করবে | এই কোর্সে আপনি শিখতে পারবেন একদম প্রথম থেকে – ফ্যাশন কি ভাবে বিভিন্ন কাজে প্রয়োগ করা যায় এবং একদম কিছু না জেনেই কি করে ড্রেস তৈরী করা যায় |

    শেখানো হবে হাতে-কলমে কি ভাবে কাপড় থেকে আকর্ষণীয় পোশাক তৈরী হয় | জানতে পারবেন বিভিন্ন ডিজাইন সম্মন্ধে | থাকবে প্যাটার্ন, ফ্যাব্রিক, কাটিং, স্টিচিং এবং আধুনিক ড্রেস তৈরির নানা কৌশল | আরো থাকবে সূচিকর্ম ও এম্ব্রয়ডারির কাজ | আজকাল মার্কেট-এ যেমন দেখতে পান ভিন্ন রকমের ব্লাউজ বা কুর্তি – সেটাও শিখবেন কি করে বানাতে পারবেন |

    যদি আপনি ছোট কোর্স করতে চান ফ্যাশন নিয়ে আর আধুনিক স্টাইল শিখতে চান, এই সার্টিফিকেট কোর্স আপনাকে অনেক সাহায্য করবে |

    APPLY NOW

এই হল কলকাতার শ্রেষ্ঠ ৩টি ফ্যাশন ডিসাইন এর কোর্স | আরো বিশদ জানতে হলে যোগাযোগ করুন ড্রিমজোন স্কুল (Dreamzone School, Ultadanga) এর সাথে | ড্রিমজোন NSDC (ভারত সরকারের অধীনে) অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র |   প্রশিক্ষণের পরে ছাত্র ছাত্রী দের দেওয়া হয় NSDC সার্টিফিকেট |  

কলকাতা, সল্টলেক বা নিকটবর্তী এলাকার ফ্যাশন ডিজাইনিং কোর্সের জন্য, অথবা ফ্যাশন ডিজাইন কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য 7044439663 এ আমাদের কাউন্সেলরের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এই পেজ-এ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন

APPLY NOW

 
 
 

 

 
 
 

6 thoughts on “কলকাতায় সেরা ৩টি ফ্যাশন ডিজাইন কোর্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *