কলকাতার সেরা ৪টি মাল্টিমিডিয়া কোর্স

মাল্টিমিডিয়া কোর্স করতে চান? গ্রাফিক্স, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ডিটিপি (DTP), VFX, স্পেশাল এফেক্টসের ওপরে কোর্স খুঁজছেন? নিচে দেওয়া ফর্ম ভর্তি করুন |

 

ক্লাস ১০, ক্লাস ১২ অথবা গ্রাডুয়েশনের সাথে সাথে করতে পারবেন এই কোর্স | সাধারণত উচ্চ মাধ্যমিকের পরই আগ্রহীরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। অনেকে মাধ্যমিকের পরও ভর্তি হয়। আবার স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেও কেউ কেউ এই শিক্ষা নিয়ে থাকেন। মাল্টিমিডিয়া কোর্স শিখলেই চাকরি | ক্যারিয়ার গড়তে চাইলে এই কোর্স আপনাকে সাহায্য করবে | যদি কম্পিউটার ভালোবাসেন এবং কম্পিউটার ভিত্তিক ক্যারিয়ার করতে চান তাহলে মাল্টিমিডিয়া চাকরির বাজারে আছে প্রচুর ডিমান্ড|

কলকাতার সেরা ৪টি মাল্টিমিডিয়া কোর্স :

১) গ্রাফিক্স ডিজাইন / ডিটিপি (GRAPHICS DESIGN / DTP) :

animation course in kolkata

চারিপাশে যত ছবি দেখছেন – ছাপাতে বা ইন্টারনেট-এ, সব গ্রাফিক্স ডিজাইন / ডিটিপি দ্বারা তৈরী | গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অনলাইন এবং অফলাইন জগতের এক বিশাল সম্ভাবনাময় ভান্ডার | গ্রাফিক্স ডিজাইন দিয়ে বানানো হয় পোস্টার, লিফলেট, ভিসিটিং কার্ড, ব্যানার, বই, ম্যাগাজিনের কভার | গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করতে পারবেন যেকোনো ছবির ডিজাইন – সব কোম্পানিতে তাই থাকে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা |

এই কোর্স সহজ কিন্তু শিখতে হবে ঠিক করে | ভালো করে শিখতে পারলেই আছে চাকরি | কোথায় কোথায় চাকরি পেতে পাবেন? ইন্টার‌্যাক্টিভ মিডিয়া, প্রমোশনাল ডিসপ্লে, জার্নাল, কর্পোরেট রিপোর্টস, মার্কেটিং ব্রোশিউর, সংবাদপত্র, ম্যাগাজিন, লোগো ডিজাইন ও ওয়েবসাইট ডিজাইন প্রভৃতি কোম্পানির কাজ করতে পারবেন |

APPLY NOW

২) ভিডিও এডিটিং (VIDEO EDITING):

ফেইসবুক এবং ইউটুব এর জামানায় ভিডিও এডিটিং শেখা হয়ে উঠেছে খুব জরুরি | অনলাইন যেকোনো ভিডিও শেয়ার করতে গেলেই লাগে ভিডিও এডিটিং-এর দক্ষতা | যেমন বিয়ের ভিডিও, সংক্ষিপ্ত সময়ের সিনেমা, রান্নার ভিডিও, ইন্টেরিয়র ডেকোরেশন-এর ভিডিও এবং বাচ্ছাদের সিনেমা | এই সবের জন্য লাগে ভিডিও এডিটিংয়ের জ্ঞান |

এই মাল্টিমিডিয়া কোর্সে শিখতে পারবেন কি করে এডিটিং করতে হয়, সিনেমার মতন ইন্ট্রো স্ক্রিন কি করে দেবেন, নিজের লোগো লাগাবেন কি করে, ভিডিওর কালার ঠিক করবেন কি করে, স্পেশাল এফেক্টস দেবেন কি করে, ইত্যাদি | জানতে হবে নতুন কিছু সফটওয়্যার এর কাজ যা দিয়ে এই রকম কাজ করা যায় |

এই কোর্স করার পরে করতে পারবেন নিজের ভিডিও এডিটিং এর ব্যবসা বা পাবেন অনলাইন ভিডিও আপলোড করে অর্জন করার উপায়ে | এই কোর্স-ও শেখাটা সহজ – লাগবে কেবল ধৈর্য ও ক্রিয়েটিভ চিন্তা ধারা |

APPLY NOW

৩) 2D অ্যানিমেশন (2D ANIMATION):

graphics design course in kolkata - মাল্টিমিডিয়া কোর্স

কার্টুন দেখেন? যেমন টম এন্ড জেরি , ছোটা ভীম বা সিং-চান ? এই গুলো হল 2D অ্যানিমেশন | আমরা ছোটো থেকে প্ৰায়ে যা যা কার্টুন দেখেছি তা সবই ২ডি অ্যানিমেশন দিয়ে তৈরী | আর কোথায় থাকে ২ডি অ্যানিমেশন? অনলাইন বিভিন্ন চলমান বিজ্ঞাপন-এ পাবেন এই এনিমেশনের কাজ | তারপর আছে ইউটিউব, টিভি বিজ্ঞাপন, বাচ্চাদের শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি,আর্কিটেকচার, ফিল্ম স্পেশাল ইফেক্ট ইত্যাদি |

2D অ্যানিমেশন কোর্স শিখলে এই রকম কাজ করতে পারবেন | কোলকাতাতে আছে প্রচুর সুযোগ | আছে বড় বড় অ্যানিমেশন কোম্পানি যারা আপনাকে কোর্সের পরেই কাজের সুযোগ দেবে |

মাল্টিমিডিয়ার এই কোর্সের আরও এক উত্তম সুবিধা হল যে এই কোর্স করার পরেই আপনি করতে পারবেন ফ্রীলান্সিং-এর কাজ | যার মানে আপনাকে কোম্পানিরা বিভিন্ন প্রজেক্ট দেবে আর সেই প্রজেক্ট করে দিতে পারলেই পাবেন পারিশ্রমিক | নিজের সময়ে অনুযায়ী করবেন – নেই কোনো বাধ্যতামূলক সময়সীমা |

2D এনিমেশনের মার্কেট ক্রমশ বেড়েই চলেছে | আসছে দিনে 2D অ্যানিমেশন হয়ে উঠবে খুব প্রভাবশালী | ক্যারিয়ার গড়তে এই কোর্স দেখতে পারেন |

APPLY NOW

৪) 3D অ্যানিমেশন (3D ANIMATION):

আমরা আজকাল বড় পর্দায়ে যে সব সিনেমা দেখি তার বেশির ভাগ বানানো হয়ে 3D এনিমেশনের মাধ্যমে| যেমন বাহুবলি, জঙ্গল বুক, মিনিওন্স প্রভৃতি সিনেমাগুলি | আমরা বর্তমানে হলিউডের যত জনপ্রিয় 3D অ্যানিমেশন ফিল্মগুলো দেখি সবই হচ্ছে কম্পিউটার 3D অ্যানিমেশন। কুং ফু পান্ডা, ফাইন্ডিং নিমো, টয় স্টোরি সহ জনপ্রিয় সবগুলো অ্যানিমেশন ফিল্মই হলো এই কম্পিউটার অ্যানিমেশন।

3D অ্যানিমেশন শিখতে লাগবে একটু বেশি সময়ে| কারণ জানতে হবে অনেক আধুনিক টেকনিক | ধাপে ধাপে শিখবেন গল্প, স্টোরিবোর্ড, 3D মডেল, রিগিং, অ্যানিমেশন, লাইট সেটআপ, কম্পোজিট এবং ফাইনাল রেন্ডার | এই কোর্সের মধ্যেই সেখান হবে বিশেষ কিছু সফটওয়্যার যাতে আপনাকে দক্ষ হতে হবে | জানতে হবে সেট মডেলিং, ক্যারেক্টার মডেলিং, টেক্সটারিং ইত্যাদি |

3D এনিমেশনের চাকরি হয় বিভিন্ন বড় বড় ষ্টুডিওতে | যা কোলকাতাতে বা ভারতবর্ষের অনেক শহরে আছে | কাজ ভালো জানলেই চাকরি | কারন ভালো অনিমেটরের ডিমান্ড প্রচুর | তাই শিক্ষার্থীরা মন লাগিয়ে শিখলেই সাফল্য অবধারিত |

APPLY NOW

মাল্টিমিডিয়া, অ্যানিমেশন, গ্রাফিক্স, ডিটিপি বা  ক্রিয়েটিভ কোর্স সম্পর্কে আরো বিশদ জানতে হলে যোগাযোগ করুন ড্রিমজোন স্কুল (Dreamzone School, Ultadanga) এর সাথে | ড্রিমজোন NSDC (ভারত সরকারের অধীনে) অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র |   প্রশিক্ষণের পরে ছাত্র ছাত্রী দের দেওয়া হয় NSDC সার্টিফিকেট |  

কলকাতা, সল্টলেক বা নিকটবর্তী এলাকার ক্রিয়েটিভ কোর্সের জন্য, অথবা ডিজাইন কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য 7044439663 এ আমাদের কাউন্সেলরের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এই পেজ-এ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন

APPLY NOW 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *