নতুন যুগের নতুন ৪টি কেরিয়ার

professional course after 12, job placement course, creative course in kolkata, fashion, jewellery, interior, animation, graphics

খবরে বলছে নতুন যুগে ডিগ্রী নয় পেশাগত দক্ষতা চাই | বড় বড় কোম্পানিতে ডিগ্রির থেকে বেশি দেখতে চাই কাজে দক্ষতা কতটা আছে | যারা নিজেদের এই নতুন যুগের জন্যে তৈরী করতে পারবে তারাই এগিয়ে যাবে চাকরির ক্ষেত্রে |

নতুন যুগে বেড়ে গেছে কাজের সুযোগ | জানতে হবে তার জন্যে কি ভাবে প্রস্তুতি নেবে | সরকারি চাকরি যেমন আছে তেমন আছে আধুনিক কাজের সুবিধা | নতুন ধরণের কেরিয়ার-এ আছে কাজের সুরক্ষা এবং নিজেকে প্রকাশ করার অবকাশ |

কিন্তু কি করে তৈরী করতে হবে নিজেকে ? চলো দেখেনি আধুনিক কিছু পেশা এবং কি করে নিজেকে তৈরী করবে তার জন্যে |

১) কম্পিউটার গ্রাফিক্স / মাল্টিমিডিয়া কেরিয়ার

animation course in kolkataতুমি কি জানো যে মিডিয়া, মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন ইন্ডাস্ট্রি প্রায় ৬০ বিলিয়ন ডলার এর কাছে পৌঁছে গেছে | তার মধ্যে আছে 2D ও 3D অ্যানিমেশন-এর কাজ, আছে কম্পিউটার গ্রাফিক্স-এর কাজ, আছে VFX-এর কাজ | টিভি তে দেখতে পাবে নতুন কার্টুন চ্যানেল, বড় পর্দায় 3D ছবি, বা Youtube-এ বিভিন্ন ধরণের ভিডিও | এই প্রকার কাজের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে | প্রতি বছর হাজার হাজার ছাত্র-ছাত্রী নিজেদের কেরিয়ার বানাচ্ছে এই সেক্টর-এ |

APPLY NOW

২) ফ্যাশন ডিজাইন কেরিয়ার

fashion deisgn ccourse in kolkata কেরিয়ারতুমি কি ড্রেস ও ডিজাইন ভালোবাসো ? ভালো লাগে নতুন ডিজাইনের জামাকাপড় দেখতে ? তাহলে তুমি হয়ে উঠতে পারো এই কেরিয়ারে অনন্য | ফ্যাশন-এর মার্কেট বিশাল বড় : স্কুল-কলেজ-এর পোশাক থেকে শুরু করে পার্টি ড্রেস, বিয়ের ড্রেসের আছে বিশাল মার্কেট | ফ্যাশন ডিজাইন-এ শিখতে পারবে একটা ড্রেস ডিজাইন করবে কি করে, কি ভাবে প্যাটার্ন তৈরী করবে, কাটিং এবং স্টিচিং কি করে করবে | এর পরে শিখবে এমব্রয়ডারি (Embroidery), বাটিক (Batik), বাঁধনি (Tie n Dye) এই রকমের আরো অনেক ডিজাইন এর পদ্ধতি | শুধু চাকরি নয়, শুরু করতে পারো নিজের বুটিক |

APPLY NOW

৩) ইন্টেরিয়র ডিজাইন / ডেকোরেশন কেরিয়ার

eligibility for interior design course interior design careersনিজের ঘর সাজাতে ভালো লাগে ? তাহলে তোমার জন্যে নতুন যুগের কোর্স হল ইন্টেরিয়র ডিজাইন | এই কোর্সে শিখবে বাড়ি, ফ্লাট এবং এপার্টমেন্টের ডিজাইন ; আর শিখবে রিটেইল, শপিং মল, অফিস, পাবলিক স্পেস এবং থিয়েটার মত বাণিজ্যিক বিল্ডিং ডিজাইন | শিখবে কি করে নিজের সৃষ্টিশীল চিন্তাভাবনাগুলি সুন্দর বিল্ডিং ডিজাইন এ পরিবর্তন করবে | শিখবেন কি করে বাড়ির ভিতরটি সাজিয়ে তুলতে পারবে, বাড়ির দরজা জানালা সাজিয়ে তোলার টেকনিক, বিল্ডিং এর রং এবং স্টাইল, মডুলার কিচেন ইত্যাদি বানাবে কি করে |

APPLY NOW

৪) জুয়েলারী ডিজাইন কেরিয়ার

jewellery design handmade jewelleryআরও একটি কোর্স হল জুয়েলারি ডিজাইন যেখানে শিখতে পারবে কি করে বিভিন্ন রকমের জুয়েলারি বানানো হয় – সোনা রুপো থেকে শুরু করে হাতে বানানো জুয়েলারি | শিখবে জুয়েলারি কি করে ডিজাইন করবে, কি করে বানাবে এবং উত্পাদন কি করে করবে | আরও থাকবে ধাতু এবং হীরের জুয়েলারি বানানো, থাকবে হাতে তৈরী জুয়েলারির টেকনিক | কোর্সের মধ্যেই শিখবে গলার হার , কানের দুল, চুরি বালা, টিকলি, রিং আরো অনেক কিছু | যারা জুয়েলারি ভালোবাসে তাদের জন্য কোর্সটি যথাযথ | চারি পাশে দেখবে নতুন এবং আধুনিক জুয়েলারির বাহার – শিখে কাজে লাগাতে পারবে যদি তুমি জানো জুয়েলারি বানানোর টেকনিক |

APPLY NOW

এই সকল নতুন যুগের কোর্স সম্পর্কে আরো বিশদ জানতে হলে যোগাযোগ করুন ড্রিমজোন স্কুল এর সাথে | ড্রিমজোন NSDC (ভারত সরকারের অধীনে) অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র |   প্রশিক্ষণের পরে ছাত্র ছাত্রী দের দেওয়া হয় NSDC সার্টিফিকেট |  

কলকাতা, সল্টলেক বা নিকটবর্তী এলাকার ক্রিয়েটিভ কোর্সের জন্য, অথবা ডিজাইন কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য 7044439663 এ আমাদের কাউন্সেলরের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এই পেজ-এ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন |

APPLY NOW