বুটিক ব্যবসা শুরু করার 3 টি ধাপ

3 steps to start boutique business in kolkata

নিজের বুটিক (Boutique Business) শুরু করতে চান ? জানতে চান তার জন্যে কি কি লাগবে? বাড়িতে বসেই শুরু করতে পারেন আপনার বুটিক | আসুন জেনেনি বুটিক খোলার জন্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য |

বুটিকে থাকে নিত্যনতুন ডিজাইন, কালার আর বাহারি কাপড়ের পোশাক | থাকে বিভিন্ন ধরণের স্টাইল, ভারতীয় বা বিদেশী ডিজাইন, আধুনিক সাজ-পোশাকের সম্ভার যা অন্য কোথাও পাওয়া দুরূহ | তাই ফ্যাশন সচেতন ক্রেতারা বুটিক থেকেই নিজেদের পোশাক কেনা পছন্দ করেন |

ক্রেতাদের ফ্যাশন বা পোশাকপ্রীতির কারণেই বুটিক হাউস বা ফ্যাশন হাউসের প্রসার দিন দিন বাড়ছে।

কি করে শুরু করবেন?

বুটিক শুরু করতে গেলে জানতে হবে প্রধানত ৩টি জিনিস :
১) পোশাক ডিজাইনের জ্ঞান
২) কাপড় এবং আনুষঙ্গিক উপকরণের দোকান
৩) প্রচার করার মাধ্যম – বিক্রির জন্য যোগাযোগ

১) পোশাক ডিজাইনের জ্ঞান

প্রথমে আসি ডিজাইনের আইডিয়া সম্নন্ধে | বুটিক (Boutique Business) এমন একটি ক্ষেত্র যেখানে  প্রতিনিয়ত ট্রেন্ড পাল্টাতে থাকে |dreamzone-ultadanga নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন স্টাইল ক্রমাগত আস্তে থাকে মার্কেটে | আর সেই জন্যেই দরকার ফ্যাশন এর মৌলিক জ্ঞান | জানতে হবে শাড়ী, কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, সালোয়ার, স্কার্টস, টপ, জিন্স, জ্যাকেট, শার্টস ইত্যাদি পোশাকের ডিজাইন |

জানতে হবে কি ভাবে আপনার নিজস্ব ডিজাইন রূপান্তরিত করবেন কাপড়ে | যেমন ধরুন এখন মার্কেট-এ ডিমান্ড উদ্ভাবনী ব্লাউস-এর | সেখানে জানতে হবে আপনাকে সব ধরণের কাট – প্রিন্সেস কাট (Princess ), চোলি (Choli ) কাট, বোম্বে (Bombay) কাট, সুইটহার্ট (Sweetheart ) কাট, হল্টার (Halter) কাট, অফ-সৌল্ডার (Off -Shoulder) কাট, জিগজ্যাগ (ZigZag) স্টাইল, উইন্ডো ওপেন (window-open ) ইত্যাদি |

সেই রকমই অন্যান্য পোশাকেও আছে নানারকমের স্টাইল | পুরোটার ওপর জ্ঞান থাকা দরকার |

সেই সঙ্গে অবশ্যই জানতে এমব্রয়ডারি, বাটিক, বাধেনি, কাঁথা স্টিচ, জারি, ফ্যাব্রিক এবং কাচ-এর কাজ | তার সাথে জানতে হবে সেলাই এর মূল কিছু কাজ | দরকার হলে দর্জির সাহায্য নিতে পারেন | কিন্তু প্রাথমিক কিছু আইডিয়া থাকলে কাজ করতে এবং করাতে সুবিধা হয় |

APPLY NOW

২) কাপড় এবং আনুষঙ্গিক উপকরণের দোকান

বুটিক (Boutique Business) শুরু করার আগে আপনাকে পরিচিতো হতে হবে কাপড় এবং অন্যান্য উপকরণের সাথে | boutique business in kolkataজেনে নিতে হবে কোথায় পাওয়া যাবে ফ্যাব্রিক, বিভিন্ন কোয়ালিটির কাপড় যেমন কটন, সিল্ক, জর্জেট, নেট, প্রভৃতি |

কাপড় দেখে চিনতে হবে – যেমন ১০০% খাঁটি কটন এর সাথে মিক্সড কটন এর তফাৎ | পোশাক বানাতে আরও লাগবে সুতা, বোতাম, হুক, জীপ, দড়ি, স্টোন, কাচ, আরো অনেক কিছু | এই সকল জিনিস চিনতে হবে |

তার সাথে জানতে হবে কোথায় কম দামে পাওয়া যাবে এই উপকরণ | কলকাতা এবং তার আসে-পাশে পাইকারি মূল্যে কোথায় বিক্রয় হয়ে এই সমস্ত জিনিস | কলকাতার অনেক জায়গা তে পাওয়া যায় এই সব – আছে প্রচুর দোকান যারা অনেক সস্তা তে দিতে পারবে যদি আপনি বেশি সংখক জিনিস নেন |

তাদের সাথে আলাপ হয়ে গেলে পেতে পারবেন ধারেও | বড়বাজার, খিদিরপুর এবং হাওড়া তে আছে পাইকারি দোকান যারা আপনাকে যেকোনো ধরণের কাপড় বা কাচামাল সাপ্লাই করতে পারে |

৩) প্রচার করার মাধ্যম – বিক্রির জন্য যোগাযোগ

এবার আপনি হরেক রকমের কাপড় এবং উপকরণ ব্যবহার করে নিজের মনের মতন ডিজাইন-এর পোশাক বানিয়ে ফেলেছেন | start boutique in kolkata এবার কি ? করতে হবে বিক্রি | বিক্রি করার জন্যে লাগবে ক্রেতা | পাবেন কোথায়?

কোন চিন্তা নেই | এখন সোশ্যাল মিডিয়ার যুগে বিক্রি করার অনেক উপায়ে আছে – যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ | এই ওয়েবসাইটগুলির মাধ্যমে অনেক বুটিক (Boutique Business) তাদের পণ্য পৌঁছে দিচ্ছে অজস্র ক্রেতাদের কাছে | আর এই ওয়েবসাইটগুলিতে লাগে না কোন টাকাও | ক্রেতারা বিভিন্ন পেজ এ লাইক করে, আছে বিভিন্ন গ্রূপ যেখানে তাদের আগ্রহ অনুযায়ী তারা যোগ দেন |

আরও আছে | প্রচার করুন আপনার পাড়াতে, লোকাল স্কুল বা কলেজ-এর বাইরে | লিফলেট ছাপিয়ে পৌঁছে দিন নিকটবর্তী বাজার বা মানুষের বাড়ি বাড়ি | লিফলেট এর খরচ পরে ২০ থেকে ৩০ পয়সা | সাথে সাথে যোগদিন লোকাল ইভেন্ট-এ | আরো আছে অনেক উপায়ে |

এই ৩টি ধাপে এগোন | দেখবেন বাড়ি তে বসেই শুরু করতে পারবেন নিজের বুটিক | বজায় রাখবেন কোয়ালিটি অর্থাৎ গুণমান | আর মার্কেট-এ নিয়ে আসবেন আধুনিক ডিজাইন | তাহলেই অল্প কিছু দিনের মধ্যেই বেড়ে উঠবে বুটিক এর ব্যবসা |

আরো বিশদ জানতে হলে যোগাযোগ করুন ড্রিমজোন স্কুল (Dreamzone School, Ultadanga) এর সাথে | ড্রিমজোন NSDC (ভারত সরকারের অধীনে) অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র |   প্রশিক্ষণের পরে ছাত্র ছাত্রী দের দেওয়া হয় NSDC সার্টিফিকেট |  

কলকাতা, সল্টলেক বা নিকটবর্তী এলাকার বুটিক / ফ্যাশন ডিজাইনিং কোর্সের জন্য, অথবা বুটিক / ফ্যাশন ডিজাইন কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য 7044439663 এ আমাদের কাউন্সেলরের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এই পেজ-এ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন

APPLY NOW FOR BOUTIQUE COURSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *