৪টি সহজ ধাপে জুয়েলারি ব্যবসা শুরু করুন

handmade jewellery making course kolkata

হাতে তৈরী ক্রিয়েটিভ জুয়েলারির (handmade jewellery) ব্যবসা শুরু করতে চান ? বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই | বাড়ি থেকেই করতে পারবেন এই ব্যবসা | প্রযুক্তির জোরে এখন মোবাইল-এর সাহায্যে সহজেই প্রচার করতে পারবেন আপনার বানানো গহনা |

বাংলার বুকে হাতে তৈরী গহনার বা জুয়েলারির এক বিশেষ টান রয়েছে | ছোট থেকে বড় সবাই পরতে ভালোবাসে | প্রতিদিন নানারকম স্টাইল ও ডিজাইন শাড়ীর সাথে মানিয়ে পরার মজাটাই আলাদা | কিংবা নতুন কুর্তির বা প্রিয় লেহেঙ্গার সাথে উপযুক্ত চোখ ধাঁধানো অদ্বিতীয় ডিজাইন |

jewellery design kolkata
And More!

আর যারা ব্যবসা করতে চান এটাই একটা বড় সুযোগ নতুন ও আধুনিক ডিজাইন এর জোরে বাড়িতে বসে আয়ে করার | আসুন দেখেনি কি ভাবে শুরু করতে পারবেন নিজের ব্যবসা |

4 Steps to Start Handmade Jewellery Business:

বাজার সম্ভাবনা:

যেকোনো অনুষ্ঠান, পয়লা বৈশাখ, বিয়েবাড়ি, স্কুল-কলেজে, দৈনন্দিন জীবনে পরার জন্য ব্যবহার হয় হাতে তৈরী গহনা | কোন মেলাতে গেলেই দেখতে পাবেন এই প্রকার গহনার দোকানে সারি দিয়ে দাঁড়িয়ে ছোট থেকে বড় সকলেই | আজকাল আগে গহনা কিনে তার ভিত্তিতে শাড়ী বা মানানসই কুর্তি কেনেন অনেকেই | শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও রয়েছে প্রচুর চাহিদা | মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লী থেকে আসে বিশাল মাপের অর্ডার |

মূলধন:

এই ব্যবসা করতে লাগে খুব অল্প টাকা | শুরু করতে পারবেন নিজের জমানো টাকা দিয়ে দিয়ে | আনুমানিক ২৫০০ থেকে ৫০০০ টাকাতেই করতে পারবেন শুরু | ব্যবসা শুরু করতে যদি মূলধন না থাকে তাহলে অনেক বেসরকারী প্রতিষ্ঠানের (এনজিও – NGO) সাহায্য নিতে পারেন | আর যেহেতু এটা বাড়ি থেকেই করা যায়, আপনাকে কোন দোকান বা শোরুম বানানোর খরচ করতে হবে না |

প্রশিক্ষণ:

নিজের ব্যবসা শুরু করার জন্য জানতে হবে কি ভাবে বানায় এই ধরণের গহনা | সাধারণ গহনা থেকে শুরু করে অভূতপূর্ব ও অনন্য ডিজাইন বানাতে জানতে হবে | ডিজাইন যত নতুন হবে যত ভিন্ন হবে তত আপনার কাছে বাড়বে চাহিদা | কোন বিশেষজ্ঞের থেকে শিখে নিলে ব্যবসার শুরু করতে এবং ব্যবসার প্রসার বাড়াতে সুবিধা হবে |

APPLY NOW

handmade jewellery business
Jewellery Making

কাঁচা-মাল:

এই ব্যবসার এক প্রধান অংশ হল কাঁচামাল | জানতে হবে কত রকমের কাঁচামাল হয় , কোনটা কার সাথে মানানসই হবে বা কোথায় কিনতে পাবেন | হরেক প্রকারের কাঁচামাল দরকার হয় – যেমন পুথি, কাঠ, সুতো, পাথর, ধাতু, Oxidised, কুন্দন ইত্যাদি | কলকাতায় আছে এমন খাস কিছু দোকান যেখানে ছাড়া অন্য কোন জায়গাতে পাবেন না বিশেষ কিছু কাঁচামাল |

কলকাতা বা নিকটবর্তী এলাকার ক্রিয়েটিভ কোর্সের জন্য, অথবা হাতে তৈরী ক্রিয়েটিভ জুয়েলারির (handmade jewellery) কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য 7044439663 এ আমাদের কাউন্সেলরের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এই পেজ-এ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন ।

English: 4 Steps to Start Handmade Jewellery Business [Kolkata]

APPLY NOW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *