ইন্টেরিয়র ডিজাইন শিখতে কি যোগ্যতা লাগে?

eligibility for interior design course interior design careers

ইন্টেরিয়র ডিজাইন শিখে নিজের কেরিয়ার গড়তে চান ? আসুন জেনেনি ইন্টেরিয়র ডিজাইন শিখতে কি যোগ্যতা লাগে (Eligibility for interior design courses)?

Eligibility for Interior Design Courses / ইন্টেরিয়র ডিজাইন শিখতে কি যোগ্যতা লাগে :

শিক্ষাগত যোগ্যতা :

ইন্টেরিয়র ডিজাইন ক্লাস ১২ এর পর থেকেই শিখতে পারবেন | ক্লাস ১২ এর ফলাফল বেরিয়ে গেলেই সেটা eligibility for interior design courses kolkata dreamzone নিয়ে আবেদন করতে পারবেন ইন্টেরিয়র ডিজাইন কোর্স এর জন্যে | গ্রাডুয়েশন শেষের পরেও করতে পারেন ইন্টেরিয়র ডিজাইনের প্রফেশনাল কোর্স |

সৃজনশীলতা:

ইন্টেরিয়র ডিজাইন শেখার জন্যে সৃজনশীল ধারণা থাকা ভালো | যদি রং, মাপ, স্পেস, ডিজাইন ইত্যাদি ভালো লাগে, তাহলে এই কোর্স এ সফল হবেন | বাড়িতে কি রঙ করবেন, বেডরুম স্পেস কেমন হবে, কোন আসবাব কোথায় রাখবেন, ডাইনিংটা কেমন হবে, রান্নাঘরে কোন মডুলার কিচেন লাগাবেন – এই সকলের সাথে জানতে হবে বিভিন্ন উপকরণ এবং কাঁচামাল সম্মন্ধে |

আগ্রহ :

ইন্টেরিয়র ডিজাইন শেখার আগ্রহ থাকা বিশেষ দরকার | এই কোর্স এ মুখস্ত বিদ্যা কম  কিন্তু শিখতে গেলে করতে হবে অনুশীলন | হরেক চিন্তা-ভাবনা মাথায় রেখে নতুন ও আধুনিক ডিজাইন তৈরী করতে হবে |

ইন্টেরিয়র ডিজাইন -এ কি শিখতে পারেন : বাড়ির প্রতিটি স্থানকে /স্পেস কে ব্যবহার করে আসবাব, আলো, গৃহসজ্জা সামগ্রীর মাধ্যমে ফুটিয়ে তোলার সাথে সাথে কমার্শিয়াল, অফিস, বিউটি পার্লর, রেস্টুরেন্ট বা যেকোনো প্রতিষ্ঠানকে আরামদায়কভাবে পেশ করাই ইন্টেরিয়র ডিজাইনের প্রধান লক্ষ্য । এক কথায় – দেয়ালের রঙ, মানানসই ফার্নিচার ডিজাইন থেকে শুরু করে স্বল্প জায়গাকে কীভাবে বেশি করে ব্যবহার করা, সেই বিষয়ে যাবতীয় নকশা কে বাস্তবায়ন করাটাই ইন্টেরিয়র ডিজাইনারের কাজ।

APPLY NOW

 

যদি প্রাথমিক ধারণা নিতে চান, ইন্টেরিয়র ডিজাইনের ছোট কোর্স আপনাকে সাহায্য করবে |

ইন্টেরিয়র ডিজাইন (Interior Design) বা ক্রিয়েটিভ কোর্স সম্পর্কে আরো বিশদ জানতে হলে যোগাযোগ করুন ড্রিমজোন স্কুল এর সাথে | ড্রিমজোন (Dreamzone, Ultadanga) NSDC (ভারত সরকারের অধীনে) অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র | প্রশিক্ষণের পরে ছাত্র ছাত্রী দের দেওয়া হয় NSDC সার্টিফিকেট |

কলকাতা বা নিকটবর্তী এলাকার ক্রিয়েটিভ কোর্সের জন্য, অথবা ডিজাইন কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য 7044439663 এ আমাদের কাউন্সেলরের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এই পেজ-এ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন ।

 

 

APPLY NOW

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *