Top 7 Career Options in Interior Design

career option after interior design

জানতে চাইছেন ইন্টেরিয়র ডিজাইন শেখার পরে কি কি কেরিয়ার আছে ? আপনি কি ইন্টেরিয়র ডিজাইন জানেন বা শিখতে চাইছেন ? তাহলে জেনে নেওয়া খুব দরকার কোথায় কোথায় সুযোগ আছে এবং তা কি কি |

প্রথমে জেনেনি ইন্টেরিয়র ডিজাইন কাকে বলে | বাড়ির প্রতিটি স্থানকে /স্পেস-কে ব্যবহার করে আসবাব, আলো, গৃহসজ্জা সামগ্রীর মাধ্যমে ফুটিয়ে তোলার সাথে সাথে কমার্শিয়াল, অফিস, বিউটি পার্লর, রেস্টুরেন্ট বা যেকোনো প্রতিষ্ঠানকে আরামদায়কভাবে পেশ করাই ইন্টেরিয়র ডিজাইনের প্রধান লক্ষ্য । এক কথায় – দেয়ালের রঙ, মানানসই ফার্নিচার ডিজাইন থেকে শুরু করে স্বল্প জায়গাকে কীভাবে বেশি করে ব্যবহার করা, সেই বিষয়ে যাবতীয় নকশা কে বাস্তবায়ন করাটাই ইন্টেরিয়র ডিজাইনারের কাজ।

সেরা ৭টি কেরিয়ার সম্মন্ধে জেনেনি

১) ইন্টেরিয়র ডিজাইনার

শেখার পর আপনি ইন্টেরিয়র ডিজাইন কোম্পানিতে কাজ করতে পারেন | যেখানে আপনি কোম্পানির হয়ে মক্কেলদের বাড়ি বা কমার্শিয়াল প্রতিষ্ঠান কে সাজিয়ে তোলার বা তার নকশা তৈরী করার দায়িত্বে থাকবেন | সেখানে মাপ নেওয়া থেকে শুরু হবে কাজ, তারপর তার নকশা তৈরী হবে | তারপর জানতে হবে কি কি কাঁচামাল লাগবে এবং কত পরিমানে, সেটা ঠিক সময়ে কাজে লাগিয়ে ফুটিয়ে তুলতে হবে মক্কেল-এর চাহিদা মতন ডিজাইন |

ইন্টেরিয়র ডিজাইন

২) 3D Visualizer

আরেক প্রকার চাকরি আছে ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি তে – সেটা হলো 3D visualizer অর্থাৎ যারা মক্কেলদের আইডিয়া অনুসারে কম্পিউটার-এর মাধ্যমে ডিজাইন তৈরী করে | 3D তে ডিজাইন করার কিছু বিশেষ সফটওয়্যার আছে | সেটা জানলেই করতে পারবেন এই কাজ | এই কাজ অধিকাংশ সময় অফিস থেকেই করতে পারবেন – তার জন্যে বাইরে বাইরে ঘুরতে হবে না |

৩) ফার্নিচার ডিজাইনার

ফার্নিচার ডিজাইনার – যারা ফার্নিচার, মডুলার কিচেন, কাঠের কাজে অভিজ্ঞ | এটা বিশেষ ক্ষেত্র ইন্টেরিয়র ডিজাইন কাজের মধ্যে | আজকাল মার্কেট-এ আধুনিক ও উদ্ভাবনী শৈলীর ফার্নিচার পাওয়া যাচ্ছে | এবং তার চাহিদাও ক্রমাগত বেড়ে চলেছে | কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা তে ফার্নিচার ও কাঠের কাজের ওপর বেশ কিছু অভিনব শোরুম হচ্ছে | আপনিও এই মার্কেট প্রবণতা কে কাজে লাগিয়ে নিজের এক বিশেষ জায়গা তৈরী করে নিতে পারবেন |

interior design career options kolkata

৪) ইন্টেরিয়র ডেকোরেটর

ইন্টেরিয়র ডেকোরেশন / অন্দর সজ্জা – এটা পুরোটাই ক্রিয়েটিভ কাজ | অর্থাৎ একটা জায়গা কে আকর্ষণীয় করে তোলার দক্ষতা | দেওয়ালে সাজানোর জিনিস, ফুলদানি, আলো, পর্দা, গালিচা,  শিল্প, চিত্র ইত্যাদি সব কিছুই আসে এর আয়ত্তে | এই কাজ করতে আপনাকে হতে হবে সৃজনশীল ও সৃষ্টিশীল | থাকতে হবে বিভিন্ন স্টাইল-এ দক্ষতা |

৫) এক্সিবিশন / প্রদর্শনীর ডিজাইনার

এক্সিবিশন / প্রদর্শনীর ডিজাইনার – এক্সিবিশন (Exhibition ) বা যে কোন অস্থায়ী কাজ ডিজাইন করার জন্যে ইন্টেরিয়র ডিজাইনারের দরকার পরে | যেমন কোন অনুষ্ঠানের কাজ, স্টেজ ডিজাইন, বিয়ে বাড়ির ডিজাইন, টিভি বা সিনেমা-তে ষ্টুডিও ডিজাইন – এই সব রকম কাজ পরে এর অধীনে | যেহেতু এই ধরণের ডিজাইন কিছু দিনের মধ্যেই খুলে ফেলতে হয়, তাই পরের ষ্টুডিও বা এক্সিবিশন-এর জন্যে ধারাবাহিক চাহিদা থাকে |

interior design course fee

৬) ফ্রীলান্সার

নতুন যুগে নতুন কাজের বিকল্প | অর্থাৎ বাড়ি থেকেই বসে প্রজেক্ট অনুযায়ী কাজ করুন | প্রচুর কোম্পানি আছে যারা কাজের কিছু অংশ বাইরে থেকে করায় | যেমন ধরুন 3D কাজ | বা বিদেশী অনেক কোম্পানি আছে যারা নিজেদের কাজের জন্যে দক্ষ কাউকে খোঁজে এবং ভারতবর্ষের অনেকেই সেই কাজ করে ইন্টারনেট-এর মাধ্যমে পাঠিয়ে দেয় |

৭) নিজের ব্যবসা

ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা – আজকাল নতুন ইন্টেরিয়র-এর প্রচুর ডিমান্ড | চারিদিকে দেখলেই বুঝতে পারবেন যে অফিস হোক বা বাড়ি হোক – কিছু দিন বাদে বাদেই ইন্টেরিয়র বদলানোর প্রবণতা থাকে | নিজের ব্যবসা শুরু করলে আপনি নিজের সময়ে অনুযায়ী কাজ করতে পারবেন, নিজের ইচ্ছে মতন কাজ নিতে পারবেন এবং নিজের সৃজনশীলতা দিয়ে কাজ ফুটিয়ে তুলতে পারবেন | কিছু মূলধন লাগবে বটেই , কিন্তু কাজ করতে শুরু করলেই তার থেকে অনেক বেশি অর্জন করে নেবেন | তত্ক্ষণাৎ না হলেও কিছু দিন চাকরি করার পর শুরু করতেই পারেন নিজের ব্যবসা |

এই হলো ৭টি সেরা ইন্টেরিয়র ডিজাইনের কেরিয়ার-এর সুযোগ| ইন্টেরিয়র শেখার জন্যে নিচের লিংক এ ক্লিক করুন|

APPLY FOR INTERIOR COURSE

ইন্টেরিয়র ডিজাইন (Interior Design) বা ক্রিয়েটিভ কোর্স সম্পর্কে আরো বিশদ জানতে হলে যোগাযোগ করুন ড্রিমজোন স্কুল এর সাথে | ড্রিমজোন (Dreamzone, Ultadanga) NSDC (ভারত সরকারের অধীনে) অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র | প্রশিক্ষণের পরে ছাত্র ছাত্রী দের দেওয়া হয় NSDC সার্টিফিকেট |

কলকাতা বা নিকটবর্তী এলাকার ক্রিয়েটিভ কোর্সের জন্য, অথবা ডিজাইন কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য 7044439663 এ আমাদের কাউন্সেলরের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে এই পেজ-এ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন ।

 

APPLY NOW